জাপানে নদীর পানি টকটকে লাল, আতঙ্কে দর্শনার্থীরা

জাপানে নদীর পানি টকটকে লাল, আতঙ্কে দর্শনার্থীরা

জাপানের ওকিনাওয়ার নাগো শহর। এই শহরের একটি নদীর পানি টকটকে লাল হয়ে গেছে। এতে শহরের বাসিন্দা ও দর্শনার্থীরা বেশ আতঙ্কিত হয়ে পড়েছেন।

বিবিসির খবরে বলা হয়েছে, এই রং আসলে ওরিয়ন ব্রুয়ারিজ নামের একটি প্রতিষ্ঠানের। খাবারে ব্যবহৃত রং ছড়িয়ে পড়াতেই নদীটির পানি লাল হয়ে গেছে বলে প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে।

জাপানের প্রতিষ্ঠানটি বিয়ার প্রস্তুত করে থাকে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, সম্ভবত গত মঙ্গলবার এ ঘটনা ঘটেছে।

প্রতিষ্ঠানটি আরও বলেছে, সেখানকার একটি বন্দরে কনটেইনার ছিদ্র হলে এ ঘটনা ঘটে। কনটেইনারে থাকা  ওই রং নদীর পানির সঙ্গে মিশে যাওয়ায় যে উদ্বেগ দেখা দিয়েছে, সে জন্য ক্ষমা চেয়েছে প্রতিষ্ঠানটি। তবে ওরিয়ন ব্রুয়ারিজ বলেছে, এই রঙে কোনো স্বাস্থ্যঝুঁকি নেই।

যুক্তরাষ্ট্রের এজেন্সি ফল টক্সিক সাবস্ট্যান্স অ্যান্ড ডিজিজ রেজিস্ট্রি জানিয়েছে, এই রং সাধারণ ওষুধ ও প্রসাধনীতে ব্যবহার করা হয়। সাধারণত এই রং নিরাপদ বলেই বিবেচনা করা হয়।

ওরিয়ন ব্রুয়ারিজের প্রেসিডেন্ট হাজিমে মুরানো বলেন, তাঁরা এ ঘটনা তদন্ত করে দেখছেন। কীভাবে রং পানিতে গিয়ে মিশল, সেটা খুঁজে বের করার চেষ্টা চলছে। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য পদক্ষেপ নেবে প্রতিষ্ঠানটি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS