মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট

ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসনের প্রতিবাদে এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর মুক্তির দাবিতে মার্কিন দূতাবাস অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট। 

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

ব্যানার, ফেস্টুন ও লাল পতাকা সম্বলিত মিছিলটি উত্তর বাড্ডা সুবাস্তু টাওয়ারের সামনে থেকে শুরু হয়ে কিছু দূর অগ্রসর হলে কনফিডেন্স শপিং সেন্টারের সামনে পুলিশের বাধার মুখে পড়ে। এরপর নেতৃবৃন্দ পুলিশের ব্যারিকেডের মধ্যেই রাস্তায় দাঁড়িয়ে বক্তব্য দেন।

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের কেন্দ্রীয় নেতা, বাম গণতান্ত্রিক জোটের সমন্বয়ক ও বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি সাজ্জাদ জহির চন্দন, বাংলাদেশ জাসদের স্থায়ী কমিটির সদস্য ডা. মুশতাক হোসেন, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু, বাসদের (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা সীমা দত্ত, বিপ্লবী কমিউনিস্ট লীগের সম্পাদকমণ্ডলীর সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, আন্তর্জাতিক আইন-কানুন ও নিয়মনীতি লঙ্ঘন করে গায়ের জোরে সন্ত্রাসী কায়দায় একটি স্বাধীন দেশের রাষ্ট্রপতি ও তার স্ত্রীকে বন্দি করে নিয়ে যাওয়ার ঘটনা মার্কিন সাম্রাজ্যবাদী চরিত্রের নির্লজ্জ ও নিকৃষ্ট প্রকাশ। খোদ মার্কিন যুক্তরাষ্ট্রসহ সারা বিশ্বের মানুষ এ ঘটনার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ করছে। অথচ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কোনো রাখঢাক না করে বলে ফেলেছেন, তার সিদ্ধান্তই চূড়ান্ত, আন্তর্জাতিক নিয়মনীতি তিনি মানেন না; তাঁর কথাই আইন।বিশ্ববাসী দেখছে, জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো মার্কিন সাম্রাজ্যবাদের কাছে অসহায় আত্মসমর্পণ করে বসে আছে।

নেতৃবৃন্দ আরও বলেন, ১৯৯৯ সালে হুগো শ্যাভেজের নেতৃত্বে ভেনেজুয়েলায় সরকার গঠনের পর দেশটি মার্কিন সাম্রাজ্যবাদী শৃঙ্খল ছিন্ন করে স্বাধীন জাতীয় অর্থনীতি গড়ে তোলে এবং নিজেদের তেলসহ অন্যান্য খনিজ সম্পদ জাতীয়করণ করে। শ্যাভেজের মৃত্যুর পর মাদুরো সরকারও সেই নীতির ভিত্তিতেই দেশ পরিচালনা করে আসছে। কথিত মাদকবিরোধী অজুহাতে এই হামলার উদ্দেশ্য হলো ভেনেজুয়েলার তেল, স্বর্ণসহ অন্যান্য খনিজ সম্পদ দখল করা এবং প্রতিক্রিয়াশীল ধনিক অলিগার্ক শক্তির সঙ্গে জোট বেঁধে জোরপূর্বক সরকার পরিবর্তন করা।

বাংলাদেশের জনগণ ভেনেজুয়েলার সরকার ও জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামের পথেই রয়েছে।

নেতৃবৃন্দ বলেন, ইতিহাস বারবার প্রমাণ করেছে মার্কিন সাম্রাজ্যবাদের এই আগ্রাসী উদ্দেশ্য সফল হয় না। ভিয়েতনাম, ইরাক, লিবিয়া, সিরিয়া, ফিলিস্তিনসহ বিশ্বের বিভিন্ন দেশে তাদের পরিণতি যেমন সুখকর হয়নি, তেমনি ভেনেজুয়েলাতেও তারা সফল হবে না। মার্কিন সাম্রাজ্যবাদসহ সব সাম্রাজ্যবাদী শক্তির দেশে দেশে আগ্রাসী অপতৎপরতার বিরুদ্ধে বিশ্বের গণতন্ত্রমনা মানুষের ঐক্যবদ্ধ গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।

ভেনেজুয়েলায় মার্কিন সাম্রাজ্যবাদের হামলা এবং প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণের ঘটনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে প্রতিবাদ না জানানোর বিষয়েও তীব্র নিন্দা ও ধিক্কার জানান নেতৃবৃন্দ।একই সঙ্গে পুলিশের বাধার বিরুদ্ধেও তারা তীব্র প্রতিবাদ জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS