News Headline :
অভ্যুত্থানকে একটি মহল স্বাধীনতার ওপর স্থান দেওয়ার চেষ্টা করছে: হাফিজ ‘ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করে না জামায়াত’ খুলনার স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কক্সবাজারে গুলি করে হত্যা ‘জুলাই ঘোষণাপত্র’ সরকার দেবে না, হবে সবার ঐকমত্যে: মাহফুজ ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়োগ-বদলি-শৃঙ্খলায় তিন কমিটি গ্রেপ্তারের পর পালালেন সাবেক ওসি শাহ আলম সীমান্তে বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণ ঘিরে উত্তেজনা ন্যায়বিচারটা দেখতে চাই, ট্রাইব্যুনাল প্রসঙ্গে প্রধান বিচারপতি বই ছাপাতে অসহযোগিতা করেছে বিগত সরকারের অসাধু চক্র: প্রেস উইং মোদীর সফর ঘিরে হত্যার ঘটনায় হাসিনার বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
ভারতে উপাসনালয় নিয়ে আপাতত নতুন মামলা নয়

ভারতে উপাসনালয় নিয়ে আপাতত নতুন মামলা নয়

ভারতের উপাসনাস্থল আইনের কয়েকটি ধারার বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের হওয়া একাধিক আপিলের শুনানিতে বৃহস্পতিবার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত দিয়েছেন সুপ্রিম কোর্ট।

শীর্ষ আদালত নির্দেশ দিয়েছেন, এই মামলার শুনানি চলাকালীন দেশের কোথাও এই আইনকে চ্যালেঞ্জ করে মামলা দায়ের করা যাবে না।

বাবরি মসজিদ-রাম মন্দির বিতর্ক চলাকালীন ওই আইন পাস করা হয়েছিল। ওই আইন অনুযায়ী, ১৯৪৭ সালের ১৫ আগস্ট যে সম্প্রদায়ের উপাসনাস্থল যে অবস্থায় ছিল, তার চরিত্র বদল করা যাবে না।  

বাবরি মসজিদকে অবশ্য ওই আইনের আওতার বাইরে রাখা হয়েছিল।

সম্প্রতি ভারতে বেশ কয়েকটি মসজিদ ও দরগাহ আদতে হিন্দু মন্দির ছিল– এ ধরনের আবেদনের পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতগুলো সার্ভে করার অনুমতি দিয়েছেন।

বৃহস্পতিবারের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট বলেন, যেহেতু এই বিষয়টি আদালতে বিচারাধীন, তাই আমরা মনে করি যে কোনো নতুন মামলা দায়ের করা উচিত নয়। নতুন করে মামলা করা হবে না।

সুপ্রিম কোর্টে পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত কোনো আদালতে বিচারাধীন মামলায় কোনো অন্তর্বর্তী বা চূড়ান্ত আদেশ দেওয়া যাবে না। জরিপের আদেশও দেওয়া যাবে না বলেও জানান সুপ্রিম কোর্ট।  

এ বিষয়ে কেন্দ্রীয় সরকারকে হলফনামাও জমা দিতে বলা হয়েছে। বিজেপি নেতা অশ্বিনী উপাধ্যায় আইনটির বিরুদ্ধে মূল আবেদনকারী।

বিবিসি বাংলা অবলম্বনে

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS