‘খেলার ভেতর ধর্ম খোঁজা বন্ধ করুন’—মোস্তাফিজ ইস্যুতে সরব ওমর আবদুল্লাহ

‘খেলার ভেতর ধর্ম খোঁজা বন্ধ করুন’—মোস্তাফিজ ইস্যুতে সরব ওমর আবদুল্লাহ

আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) থেকে বাংলাদেশের তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার নির্দেশে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কঠোর সমালোচনা করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। তিনি এই সিদ্ধান্তকে ‘অন্যায়’ অভিহিত করে বলেন, একজন খেলোয়াড়কে লক্ষ্যবস্তু বানানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

মোস্তাফিজের পক্ষে ওমরের যুক্তি: বিসিসিআই-এর সিদ্ধান্তের কড়া প্রতিবাদ জানিয়ে ওমর আবদুল্লাহ বলেন, ‘আপনাদের লড়াই যদি করতে হয় তবে বাংলাদেশের সরকারের সাথে করুন, ক্রিকেটারের সাথে নয়। ভারতের উচিত ভেনেজুয়েলায় আমেরিকার মতো সাহসী অবস্থান নেওয়া।

এই খেলোয়াড়টির দোষ কী? তাকে বাদ দিলেই কি বাংলাদেশের পরিস্থিতির উন্নতি হবে?’

তিনি আরও স্মরণ করিয়ে দেন যে, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক দীর্ঘদিনের এবং তারা কখনোই ভারতে সন্ত্রাসবাদ ছড়ায়নি। 

উল্লেখ্য, ৯ কোটি ২০ লাখ রুপিতে মোস্তাফিজকে কিনেও ডিসেম্বরে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার ঘটনার অজুহাতে বিসিসিআই-এর নির্দেশে তাকে ছেড়ে দেয় কেকেআর।

ওমর আবদুল্লাহ ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে খেলাধুলাকে সাম্প্রদায়িক রূপ দেওয়ার অভিযোগ তোলেন। সন্তোষ ট্রফির উদাহরণ টেনে তিনি বলেন, ‘যখন জম্মু-কাশ্মীর ফুটবল দলে বেশি মুসলিম খেলোয়াড় থাকে, তখন তাদের আপত্তি থাকে।অথচ ক্রিকেট দলে মুসলিম কম থাকলে তাদের কোনো সমস্যা হয় না। আমরা খেলাকে খেলা হিসেবে দেখি, কিন্তু তারা খেলায় ধর্ম খোঁজে।’

মোস্তাফিজকে বাদ দেওয়ার পর বাংলাদেশ সরকার আইপিএল সম্প্রচার নিষিদ্ধ করেছে। এছাড়া খেলোয়াড়দের নিরাপত্তার অভাব দেখিয়ে বিসিবি আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের তাদের লিগ ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার দাবি জানিয়েছে, যা আইসিসি-র সিদ্ধান্তের অপেক্ষায় আছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS