আজ মুসাব্বির, কাল আরেক পরিবারের স্বপ্ন লাশ হবে: স্ত্রী সুরাইয়া

আজ মুসাব্বির, কাল আরেক পরিবারের স্বপ্ন লাশ হবে: স্ত্রী সুরাইয়া

স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগর উত্তর শাখার সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যার ঘটনায় তার স্ত্রী সুরাইয়া বেগম বলেছেন, দেশে এ ধরনের সহিংস ঘটনা অহরহ ঘটেই চলেছে। ভবিষ্যতে যে এসব ঘটনা আর ঘটবে না, তার কোনো নিশ্চয়তা নেই।

এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়া হলে ভবিষ্যতে আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে। আজ মুসাব্বির, কাল আরেক পরিবারের স্বপ্ন লাশ হবে।

তবে কারা মুসাব্বির হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু বলতে পারেননি নিহতের স্ত্রী।

বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ মর্গে নিহত মুসাব্বিরের ময়নাতদন্ত সম্পন্ন করেন ফরেনসিক মেডিসিন বিভাগের প্রভাষক ডা. আয়শা পারভীন।

এর আগে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) মো. হায়দার আলী লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। প্রতিবেদনে তিনি উল্লেখ করেন, নিহতের পেটের ডান পাশে আধা ইঞ্চি পরিমাণ একটি গুলির ছিদ্র রয়েছে।ডান হাতের কনুইয়ের পেছনেও একটি ছিদ্র এবং বাম পায়ের হাঁটুতে ছিলা জখমের চিহ্ন পাওয়া গেছে।

স্থানীয়দের বরাতে প্রতিবেদনে বলা হয়, আগ্নেয়াস্ত্রের গুলিতেই মুসাব্বিরকে হত্যা করা হয়েছে।

মর্গে উপস্থিত নিহত মুসাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম জানান, কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা তিনি নিশ্চিত করে বলতে পারছেন না। তবে সিসিটিভি ফুটেজ যেহেতু রয়েছে, তাই তিনি আশা করছেন আইনশৃঙ্খলা বাহিনী সেগুলো পর্যালোচনা করে দ্রুত ব্যবস্থা নেবে।

তিনি বলেন, এ ধরনের ঘটনা আগেও ঘটেছে, এখনো ঘটছে, ভবিষ্যতেও ঘটতে পারে। সুষ্ঠু তদন্ত না হলে আমার মতো আরও অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হবে।

ঢাকা মেডিকেল কলেজ মর্গ সূত্র জানায়, ময়নাতদন্ত শেষে পুলিশের উপস্থিতিতে মুসাব্বিরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ময়নাতদন্তের সময় নিহতের পেটের ভেতর থেকে একটি গুলির অংশ বিশেষ উদ্ধার করা হয়। পেটে গুলির আঘাতেই তার মৃত্যু হয়েছে।পাশাপাশি হাতে একটি গুলির আঘাতের চিহ্ন পাওয়া গেলেও সেটি শরীরের ভেতরে প্রবেশ করেনি, বাইরে লেগে পড়ে যায়।

ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. ফজলুল করিম বলেন, এ হত্যাকাণ্ডের ঘটনায় একটি মামলা হয়েছে। হত্যাকারীরা আগে থেকেই ওত পেতে ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ডটি ঘটে থাকতে পারে। তবে তদন্ত শেষ হলে বিষয়টি আরও স্পষ্ট হবে।

বুধবার রাত ৮টার কিছু পরে রাজধানীর তেজতুরী বাজারে হোটেল সুপারস্টারের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা মুসাব্বিরকে লক্ষ্য করে গুলি চালায়। এতে তেজগাঁও থানার ভ্যানশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ব্যাপারী মাসুদও গুলিবিদ্ধ হন।

গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় লোকজন দুজনকে উদ্ধার করে বিআরবি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আজিজুর রহমান মুসাব্বিরকে মৃত ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS