শরীয়তপুরের জাজিরা থানাধীন চেরাগআলী বেপারীকান্দি গ্রামে বোমা বিস্ফোরণে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় নবী হোসেন (২২) নামে যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে দুপুরের দিকে তাকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেকে ভর্তি করা হয়। বিস্ফোরণের ঘটনায় আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালটিতে ভর্তি রয়েছে নয়ন হোসেন (২৫) নামে আরেকজন।
ঢাকা মেডিকেল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক এ তথ্য বিষয়টি নিশ্চিত করে জানান, নবী হোসেনের লাশ ঢামেকের মর্গে রাখা হয়েছে। তার মুখ ও দুই হাতে গুরুতর জখম ছিল।
নিহতের স্বজনরা জানান, নবী হোসেনের বাবার নাম রহিম সরদার। পেশায় তিনি ওয়েল্ডিং মিস্ত্রি ছিলেন।আর চিকিৎসাধীন নয়নের বাবার নাম জয়নাল। তাদের দুজনের বাড়িই একই গ্রামের।
উল্লেখ্য, এদিন ভোরে টিনশেড ঘরের ভেতরে বোমা বিস্ফোরণ ঘটে। এতে গুরুতর আহত হন ওই দুই যুবক।