মুক্তি পেলো মেহজাবীনের বোন মালাইকার প্রথম নাটক

মুক্তি পেলো মেহজাবীনের বোন মালাইকার প্রথম নাটক

অভিনয়ে নাম লিখিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরীর ছোট বোন মালাইকা চৌধুরী। তার প্রথম নাটক ‘সন্ধিক্ষণ’ মুক্তি পেলো বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর)।সিনেমাওয়ালা নামের ইউটিউব চ্যানেলে দেখা যাচ্ছে এটি। এর গল্প ভাবনা মেহজাবীন চৌধুরীর।

নিজের প্রথম নাটকে ফারহান আহমেদ জোভানকে সহশিল্পী হিসেবে পেয়েছেন মালাইকা। গল্পে মালাইকা অভিনীত ইরার গৃহশিক্ষকের চরিত্রে অভিনয় করেছেন জোভান। ‘সন্ধিক্ষণ’ রচনা ও পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

মালাইকা চৌধুরী চলতি বছরের ফেব্রুয়ারিতে আদনান আল রাজীবের নির্দেশনায় একটি বিজ্ঞাপনচিত্রে প্রথমবার মডেল হন। এবার নাটকে অভিষেক হলো তার।

‘সন্ধিক্ষণ’ নাটকে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘প্রাণসখিয়া’। এটি গেয়েছেন আরফিন রুমি ও পল্লবী রায়। এর কথা লিখেছেন ওয়াসিক সৈকত, সুর ও সংগীত পরিচালনায় নাভেদ পারভেজ।

‘সন্ধিক্ষণ’ নাটকে আরও অভিনয় করেছেন সাদ সালমি নাওভি, ডিকন নূর, মিলি বাশার, সোহাগ আলম, জিএম মাসুদ, জাফনা সুবাইতা, সোহাগ তালুকদারসহ অনেকে। গেল অক্টোবরে নাটকটির শুটিং হয়েছে ঢাকার উত্তরায়। চিত্রগ্রহণ করেছেন নাজমুল হাসান। সম্পাদনা ও রঙ বিন্যাসে রাশেদ রাব্বি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS