দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম চান, রোহিঙ্গারা সম্মান নিয়ে আগামীকালই বাংলাদেশে ছেড়ে নিজ দেশে ফিরে যাক। কেননা, নতুন যারা আসছে তাদের জন্য সংকটের চাপ আরও বাড়ছে।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে একটি সমন্বয় সভায় যোগ দিয়েছিলেন উপদেষ্টা। সেটি শেষ করে সাংবাদিকদের এ সব কথা বলেন তিনি।
ফারুক-ই আজম বলেন, নতুন আসা রোহিঙ্গাদের কারণে সংকটের চাপ আরও বাড়ছে। আমরা চাই রোহিঙ্গারা সম্মানের সঙ্গে কালকেই নিজ দেশ মিয়ানমারে চলে যাক।
নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে উপদেষ্টা বলেন, আমরা তো কাউকে অনুপ্রবেশ করাচ্ছি না, তারা কোনো না কোনো ভাবে আসছেন। বিষয়টি আসলে মানবিক। তবে এখনো রেজিস্ট্রেশন না হওয়ায় নতুন করে কতজন অনুপ্রবেশ করেছে তা সঠিক বলা যাচ্ছে না।
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার বিষয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, সবাইকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যাতে রোহিঙ্গা ক্যাম্পের পাশাপাশি স্থানীয়দের নিরাপত্তা কোনোভাবেই বিঘ্ন না ঘটে।
এর আগে সকালে ফারুক-ই আজম কক্সবাজারের উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। সেখানে তিনি সরকারি ও বেসরকারি উন্নয়ন সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রোহিঙ্গাদের সঙ্গে কথা বলেন।
বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কক্সবাজারে বিভিন্ন এনজিও সংস্থা, সরকারি কর্মকর্তা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে সমন্বয় সভা করেন। এতে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কামরুল হাসান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মিয়ানমার বিষয়ক সেলের প্রধান হাসান সরওয়ার, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, সরকারি বিভিন্ন সংস্থার আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা ও দেশি-বিদেশি এনজিও কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার কার্যালয়ে কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান।