News Headline :
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগে ‘রকেট গতি’, ভোটের আগেই ফল, আস্থাহীন চাকরিপ্রার্থীরা এনটিআরসিএর প্রতিষ্ঠানপ্রধান নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ কবে, আসছে ১৯তম নিবন্ধন পরীক্ষা বিশ্বরঙ ট্যালেন্ট স্টেশনের যাত্রা শুরু শীতে ত্বকের সুস্থতায় অলিভ অয়েল যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা, সেখানেই থিতু হবেন শাকিব? আবারও শাকিবের বাবা হওয়ার গুঞ্জন, যা বললেন অপু টরন্টোভিত্তিক বাংলা ব্যান্ড অভিযাত্রিকের প্রথম মিউজিক ভিডিও ‘একান্ন টুকরো’ প্রকাশ সিনেমাকে বিদায় জানালেন অনন্ত জলিল ‘হুট করে ভাইরাল হয়ে আবার হারিয়ে যেতে চাই না’ বিশ্বকাপ বয়কটের গুঞ্জন উড়িয়ে দিলেন আম্পায়ার সৈকত
বর্ণবৈষম্যবিরোধী বৈশ্বিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের মানবাধিকারকর্মী রানি ইয়েন ইয়েন

বর্ণবৈষম্যবিরোধী বৈশ্বিক চ্যাম্পিয়ন হলেন বাংলাদেশের মানবাধিকারকর্মী রানি ইয়েন ইয়েন

রানি ইয়েন ইয়েন বর্ণবৈষম্যবিরোধী বৈশ্বিক চ্যাম্পিয়ন-২০২৩ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। তিনি বাংলাদেশে নারী অধিকার ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানবাধিকার রক্ষায় কাজ করেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, নিজের সম্প্রদায়ের ঝুঁকি ও দুর্দশার চিত্র বিশ্ব সম্প্রদায়ের নজরে আনতে সম্মত হয়েছেন ইয়েন ইয়েন।

রানি ইয়েন ইয়েন ছাড়া এই পুরস্কারের জন্য মনোনীত অন্যরা হলেন ব্রাজিল, তিউনিসিয়া, পেরু, নেপাল ও মলদোভার অধিকারকর্মীরা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন আজ (৯ আগস্ট) এ পুরস্কার তুলে দেবেন।

সুশীল সমাজের এই নেতারা বর্ণবৈষম্য ও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর বিরুদ্ধে চলমান বৈষম্য ঠেকাতে সাহসিকতার সঙ্গে লড়াই করেছেন বলে মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর আরও জানিয়েছে, রানি ইয়েন ইয়েন বাংলাদেশে মারমা নেতা হিসেবে কাজ করছেন। রাষ্ট্রীয় বৈষম্য, ভূমি দখল, সহিংসতা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় দরিদ্র মানুষকে নিয়ে কাজ করেছেন তিনি।

রানি ইয়েন ইয়েনের তৎপরতার ফলে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর চালানো বিভিন্ন সহিংসতা আন্তর্জাতিক সম্প্রদায়ের নজরে এসেছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, লৈঙ্গিক সমতা, জলবায়ু পরিবর্তন নিয়ে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থায় পরামর্শক হিসেবে কাজ করেছেন রানি ইয়েন ইয়েন। ক্ষুদ্র জাতিগোষ্ঠীর নারীদের রাজনীতিতে অংশগ্রহণ নিয়েও গবেষণা করেছেন তিনি। এ ছাড়া তিনি বৈচিত্র্য এবং সামাজিক অন্তর্ভুক্তি নিয়ে যুব সম্প্রদায়ের পরামর্শদাতা হিসেবে কাজ করেছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS