কমেছে দাম, প্রতিভরি সোনা ২২৬৮০৬ টাকা, রূপা ৫৫৪০ টাকা

কমেছে দাম, প্রতিভরি সোনা ২২৬৮০৬ টাকা, রূপা ৫৫৪০ টাকা

স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ফলে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ৫৪০ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা।

একই সঙ্গে রূপার দামও কমানো হয়েছে। প্রতিভরি রূপার দাম ৩৮৫ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৫৪০ টাকা।

নতুন এ দাম শুক্রবার (৯ জানুয়ারি) থেকে কার্যকর হবে বলে জানিয়েছে বাজুস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রসঙ্গত, দেশের ইতিহাসে সব রেকর্ড ভেঙে গত ২৯ ডিসেম্বর সবচেয়ে ভালো মানের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছিল ২ লাখ ২৯ হাজার ৪৩১ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৪০ টাকা কমিয়ে ২ লাখ ২৬ হাজার ৮০৬ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ১৬ হাজার ৪৮৪ টাকা।

এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা কমিয়ে ১ লাখ ৮৫ হাজার ৫৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৭ টাকা কমিয়ে ১ লাখ ৫৪ হাজার ৬৬৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এদিকে সোনার দাম কমানোর পাশাপাশি রূপার দামও কমানো হয়েছে।

২২ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৮৫ টাকা কমিয়ে ৫ হাজার ৫৪০ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ৩৫০ টাকা কমিয়ে ৫ হাজার ৩০৭ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রূপার দাম ২৯৫ টাকা কমিয়ে ৪ হাজার ৫৪৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রূপার দাম ২৫৭ টাকা কমিয়ে ৩ হাজার ৩৮২ টাকা নির্ধারণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS