দেশে থ্রি-লেয়ার ইনসুলেটেড ক্যাবল আনল আকিজ বশির গ্রুপ

দেশে থ্রি-লেয়ার ইনসুলেটেড ক্যাবল আনল আকিজ বশির গ্রুপ

আকিজ বশির গ্রুপ বাংলাদেশের বৈদ্যুতিক তার ও কেবল শিল্পে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে। গ্রুপটির নতুন ব্র্যান্ড আকিজ বশির ক্যাবলস-এর মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো উন্নত প্রযুক্তিতে নির্মিত থ্রি-লেয়ার ইনসুলেটেড ক্যাবল উন্মোচন করা হয়েছে।

পিওর কপার দ্বারা তৈরি থ্রি-লেয়ার ইনসুলেশন প্রযুক্তিতে প্রস্তুতকৃত এই কেবল সর্বোচ্চ ১০৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপ সহনশীল। এই উদ্ভাবন দেশের বৈদ্যুতিক নিরাপত্তায় একটি নতুন মানদণ্ড স্থাপন করবে এবং আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতে ক্রমবর্ধমান নিরাপত্তা চাহিদা পূরণে কার্যকর ভূমিকা রাখবে বলে মনে করেন কোম্পানির সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ব্র্যান্ডটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট পেশাজীবী, ব্যবসায়ী, কর্পোরেট সহযোগী এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডাররা উপস্থিত ছিলেন। 

এই আয়োজনটি বাংলাদেশের দ্রুত সম্প্রসারিত বৈদ্যুতিক তার ও ক্যাবল খাতে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে বিবেচিত হয়েছে।

প্রথম দিন থেকেই দেশজুড়ে ৩২টি নিজস্ব সেলস সেন্টার ও ডিলার-ডিস্ট্রিবিউটর নিয়ে কার্যক্রম শুরু করেছে, যা শুরু থেকেই সারাদেশে সহজলভ্যতা নিশ্চিত করবে।ট্যাগলাইন নিয়ে যাত্রা শুরু করা এই ব্র্যান্ডটি নিরাপত্তা, নির্ভরযোগ্যতা ও দীর্ঘস্থায়ী পারফরম্যান্সে আকিজ বশির গ্রুপের অঙ্গীকারের প্রতিফলন।

আকিজ বশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ খোরশেদ আলম ব্র্যান্ডটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। অনুষ্ঠানে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর হেলাল আহমেদ, হেড অব বিজনেস (কেবলস অপারেশনস) মোহাম্মদ ওয়ার ফারুকসহ আকিজ বশির গ্রুপের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তব্যে মোহাম্মদ খোরশেদ আলম জানান, আকিজ বশির গ্রুপের বিশ্বস্ততা ও আধুনিক উৎপাদন সক্ষমতার ভিত্তিতে আকিজ বশির ক্যাবলস আবাসিক, বাণিজ্যিক ও শিল্প খাতের চাহিদা পূরণে মানসম্মত বৈদ্যুতিক তার ও পাওয়ার ক্যাবলের পোর্টফোলিও নিয়ে বাজারে প্রবেশ করেছে।

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, আকিজ বশির ক্যাবলস খুব শিগগিরই বাংলাদেশের সবচেয়ে নিরাপদ ও বিশ্বস্ত ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে। নিজস্ব গবেষণাভিত্তিক বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যান্ডটি নিরাপদ, নির্ভরযোগ্য ও ভবিষ্যৎ-উপযোগী ইলেকট্রিক পণ্য সরবরাহ করে বাংলাদেশের ঘরবাড়ি, শিল্প ও অবকাঠামো খাতে নিরাপদ বিদ্যুৎ সংযোগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

এই উদ্বোধনের মাধ্যমে আকিজ বশির গ্রুপ উদ্ভাবন, গুণগত মান ও জাতীয় উন্নয়নের প্রতি তাদের অঙ্গীকার আরও সুদৃঢ় করল।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS