প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস

প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে: খেলাফত মজলিস

প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছে খেলাফত মজলিস।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় সংগঠনের নেতারা এসব কথা বলেন। এরপর সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ কথা জানানো হয়।

খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতারা গভীর উদ্বেগের সঙ্গে বলেন, রাজধানীতে একজন রাজনৈতিক নেতাকে হত্যা করে খুনিরা প্রকাশ্যে পালিয়ে গেলেও এখনও তাদের গ্রেপ্তার করা যায়নি।

শহীদ ওসমান হাদির হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে গ্রেপ্তার করতে পারেনি সরকার। আইন-শৃঙ্খলা বাহিনীর নিষ্ক্রিয়তা ও অপরাধীদের ওপর গোয়েন্দা নজরদারির অভাবে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে অপশক্তি মাঠে নেমেছে। ভোটগ্রহণের দিন যত ঘনিয়ে আসছে একটি বিশেষ দলের প্রতি প্রশাসনের ঝোঁক বাড়ছে।এতে সুষ্ঠু নির্বাচনী পরিবেশ বিনষ্ট এবং প্রশাসনের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হচ্ছে।

বৈঠকে নেতারা সরকারের প্রতি জোর দাবি জানিয়ে বলেন, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড প্রস্তুতে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার ও সাঁড়াশি অভিযান জোরদার করতে হবে। খুনি ও ফ্যাসিবাদী অপশক্তির সব ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে হবে।

নির্বাচনের আচরণবিধি মেনে চলতে প্রশাসনকে আরও কঠোর নজরদারি বাড়াতে হবে। প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন না করলে এবারের জাতীয় নির্বাচনও প্রশ্নবিদ্ধ হবে। যা গণঅভ্যুত্থান পরবর্তী
নতুন বাংলাদেশে কারো কাম্য নয়।

খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইনের সভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত মাসিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, সাইয়্যেদ ফেরদাউস বিন ইসহাক, যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রশিক্ষণ সম্পাদক জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রিফাত হোসেন মালিক, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম প্রমুখ।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS