বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে সেটি এই অভ্যুত্থান ও জাতির প্রত্যাশাকে ধারণ করার শামিল হবে-এমন মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের বাইরে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের চার দিনের উত্তরাঞ্চল সফর প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
এ সময় সালাহউদ্দিন আহমদ বলেন, শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন এবং তাদের কবর জিয়ারত করা জাতির প্রত্যাশা। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগেই এটি করতে চেয়েছিলেন।
নানা কারণে আমরা তা করে উঠতে পারিনি। গণ-অভ্যুত্থানে শহীদদের আমরা ধারণ করি এবং সেই চেতনাকে ঊর্ধ্বে তুলে ধরতেই তার এ সফর। এখানে নির্বাচন আচরণবিধির কোনো বিষয় নেই-এই দৃষ্টিকোণ থেকেই আমরা বিষয়টি দেখি।
তিনি সবাইকে ২০২৪ সালের ছাত্র গণ-অভ্যুত্থানকে মর্যাদার সঙ্গে দেখার আহ্বান জানিয়ে বলেন, আমরা যেন এ ঘটনাকে প্রশ্নবিদ্ধ না করি।শহীদদের আত্মত্যাগকে আরও মহিমান্বিত করতে হবে। জাতীয় পর্যায়ে দেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলগুলোর একটির শীর্ষ নেতা হিসেবে তারেক রহমান যদি গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন, তাহলে সেটি এই অভ্যুত্থান ও জাতির প্রত্যাশাকে ধারণ করারই নামান্তর।
এ সময় দলের বিদ্রোহী প্রার্থীদের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, এ রকম একটি বৃহৎ রাজনৈতিক দলে অনেক প্রার্থী থাকেন, তাদের প্রত্যাশাও থাকে। তবে বৃহত্তর স্বার্থে, আসন সমঝোতার স্বার্থে এবং সংসদে বহু দলীয় প্রতিনিধিত্ব নিশ্চিত করতে আমরা অনেক যোগ্য প্রার্থীকে মনোনয়ন দিতে পারিনি।
ফলে তাদের মধ্যে মনোব্যথা রয়েছে।
বিএনপির এই নেতা জানান, কিছু ক্ষেত্রে দলের পক্ষ থেকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কিছু ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীদের বোঝানোর মাধ্যমে পরিস্থিতি শান্ত করার চেষ্টা চলছে। তিনি আশা প্রকাশ করেন, দ্রুতই এ বিষয়ে সমাধান হবে।