আমার বাংলাদেশ পার্টির (এবি) চেয়ারম্যান ও ফেনী-২ আসনের জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবারের জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে সংশয় রয়েছে।
তিনি বলেন, মানুষ নির্বাচন নিয়ে সংশয়ে রয়েছে। কারণ প্রশাসন সুষ্ঠুভাবে কাজ করতে পারছে না। প্রশাসনে এখনো কোনো শৃঙ্খলা ফিরেনি।
প্রশাসন স্বাভাবিক হতে সময় লাগবে। ফেনীর নির্বাচন যাতে সুষ্ঠু হয় এবং প্রশাসন যাতে কোনো দিকে হেলে না পড়ে এ বিষয়ে তিনি সরকারের সংশ্লিষ্ট মহলের সুদৃষ্টি কামনা করেছে।
বৃহস্পতিবার(৮ জানুয়ারি) বিকেলে ফেনী প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু আরও বলেন, ক্ষমতার লড়াই গণতন্ত্রের স্বাভাবিক রূপ।আমরা সব ভেদাভেদ মুক্ত দেশ চাই। আমরা পলিসি নিয়ে ডিবেট করবো তবে দেশ সবার আগে। আমরা দেশের মঙ্গল নিয়ে কাজ করবো। কিন্তু কাজ করতে গেলে কেউ আমাদের ভারতের দালাল কেউ পাকিস্তানের দালাল এসব কথা বলে, আমাদের এসব কথা বাদ দিতে হবে।
অপবাদের রাজনীতি বন্ধ করতে হবে। আমাদের বুদ্ধিভিত্তিক রাজনীতি করতে হবে। পুরানো রাজনীতি বাদ দিতে হবে।
তিনি আরও বলেন, বিএনপি ও জামায়াত দীর্ঘদিন ধরে ফ্যাসিবাদী যাঁতাকলে নির্যাতিত ও নিষ্পেষিত হয়েছে। এখন একে অপরের বিরুদ্ধে কাদা–ছোড়াছুড়ি করছে এটি খুবই দুর্ভাগ্যজনক।কিন্তু আমরা কেউ অপরের সম্পর্কে জানছি না,ভাবছি না। আমাদের এখন দেশ নিয়ে বৃহত্তর ঐক্য দরকার। আমরা কেউ দেশ নিয়ে ভাবছি না এটি শুভ লক্ষণ নয়। এখনো আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি, এটি বড় দুর্ভাগ্য।
প্রবীণ সাংবাদিক মীর হোসেন মিরুর সভাপতিত্বে ও দীপ্ত টিভির জেলা প্রতিনিধি আবদুল্লা আল মামুনের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, জেলা জামায়াতের আমির মুফতি মাওলানা আবদুল হান্নান।
এ ছাড়া আরও উপস্থিত ছিলেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জেলায় কর্মরত সাংবাদিকরা।