অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই মুসাব্বির হত্যা: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই মুসাব্বির হত্যা: মির্জা ফখরুল

অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি এ হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) মুসাব্বির হত্যাকাণ্ডে গভীর শোক প্রকাশ করে দেওয়া এক বার্তায় মির্জা ফখরুল এ দাবি জানান। এর আগে বুধবার (৭ জানুয়ারি) রাতে দুষ্কৃতকারীরা আজিজুর রহমান মুসাব্বিরকে গুলি করে হত্যা করে।

এ ঘটনাকে অমানবিক ও নৃশংস আখ্যা দিয়ে বিএনপি মহাসচিব তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে আওয়ামী স্বৈরাচারী শাসকগোষ্ঠীর পতনের পর একটি চক্র পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করতে নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত হয়েছে। মুসাব্বির হত্যাকাণ্ড সেই ষড়যন্ত্রেরই নির্মম বহিঃপ্রকাশ।

মির্জা ফখরুল বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতেই এ ধরনের লোমহর্ষক ঘটনার পুনরাবৃত্তি ঘটানো হচ্ছে।এমন পরিস্থিতিতে দুষ্কৃতকারীদের কঠোর হস্তে দমন করা ছাড়া অন্য কোনো বিকল্প নেই।

তিনি আরও বলেন, গণতন্ত্র ও ভোটাধিকার প্রতিষ্ঠা এবং দেশের মানুষের জানমাল রক্ষায় দল-মত নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে। অন্যথায় ওত পেতে থাকা আওয়ামী ফ্যাসিস্টদের দোসররা মাথাচাড়া দিয়ে উঠে দেশের অস্তিত্ব বিপন্ন করার অপচেষ্টায় লিপ্ত হবে।

বার্তায় বিএনপি মহাসচিব অবিলম্বে মুসাব্বির হত্যাকারীদের গ্রেপ্তার এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান।

একই সঙ্গে তিনি নিহত মুসাব্বিরের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS