কমফোর্টারের ব্যবহার যে কারণে জনপ্রিয়তা পাচ্ছে

কমফোর্টারের ব্যবহার যে কারণে জনপ্রিয়তা পাচ্ছে

শোবার ঘর যত সুন্দরই হোক না কেন, বিছানা যদি পরিপাটি না হয়, তাহলে পুরো সৌন্দর্যটাই মাটি। এই যেমন লেপ বা কম্বল ব্যবহারের পর বিছানায় সাজিয়ে রাখলে ভালো দেখায় না। অনেকেই তাই এগুলো রাখতে আলাদা আসবাব ব্যবহার করেন।

আবার যদি কেউ লেপ বা কম্বল বিছানায় রাখেনও, তবে বাড়তি চাদর দিয়ে ঢেকে দেন। কমফোর্টার কিন্তু সুন্দরভাবে ভাঁজ করে বিছানার মাঝবরাবর বা একদিকে রেখে দেওয়া যায়। এই শীতে তাই লেপ-কম্বলের পাশাপাশি কমফোর্টারও বেশ জনপ্রিয়তা পেয়েছে।

নরম, তুলতুলে এই অনুষঙ্গ শুধু যে শীতনিবারক, তা–ই নয়, ঘর সাজানোর জন্যও দারুণ। শুধু শীতের দিনেই নয়, গরম আবহাওয়ায় ঘর সাজাতে কুইল্ট হিসেবেও এখন অনেকে কমফোর্টারের ব্যবহার করছেন, জানালেন সাউথ ইস্ট বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগের সহযোগী অধ্যাপক লতিফা সুলতানা। অন্দরসজ্জাবিদ হিসেবেও যিনি নিয়মিত কাজ করছেন। বলছিলেন, তা ছাড়া অনেকেই এখন পর্দা, বিছানার কুশনের সঙ্গে মিলিয়ে কমফোর্টার কিনে থাকেন। যেমন পর্দার কাপড়, কুশনের কাভার ও কমফোর্টারের জন্য একই রকম কাপড় নির্বাচন করে রাখেন।

ফেসবুকে কনটেন্ট বা রিলে ঘর সাজানোর অনেক ভিডিওতে এখন কমফোর্টার ব্যবহারের সুন্দর সুন্দর টিপস পাওয়া যায়। যেখান থেকেও আপনি কমফোর্টার দিয়ে ঘর সাজানোর ধারণা পেতে পারেন।

কমফি ব্র্যান্ডের হেড অব মার্কেটিং শাকিব শিমুল বলছিলেন, বাংলাদেশের মানুষ এখন বেশ শৌখিন। ঘর সাজাতে বা নিত্যব্যবহারের জন্যও তাঁরা আন্তর্জাতিক মানের পণ্য চান। এসব কারণেই দিন দিন কমফোর্টারের ব্যবহার বাড়ছে। এ বছর তাঁদের কমফোর্টারের বিক্রি বেড়েছে। সাধারণত কোনো পণ্য তৈরির আগে তাঁরা ক্রেতাদের ওপর একটা গবেষণা চালান। সেই গবেষণায় তাঁরা দেখতে পান, নারীরা সাধারণত কমফোর্টার কেনায় বেশি আগ্রহ প্রকাশ করছেন। ঘর সাজানোর প্রতি তাঁদের ঝোঁকটাই সাধারণত বেশি।

এ জন্য ক্রেতাদের কথা মাথায় রেখে হালকা নীল, গোলাপি ও হালকা সাদার মতো রংগুলোকে প্রাধান্য দিচ্ছেন তাঁরা। দেশে উৎপাদিত সুতি কাপড়ে তৈরি হচ্ছে তাঁদের কমফোর্টার। দামটাও তাই হাতের নাগালের মধ্যেই থাকছে। সর্বোচ্চ দুই থেকে তিন হাজার টাকার মধ্যে কমফি থেকে আপনার পছন্দের কমফোর্টারটি কিনতে পারবেন।

বাজার ঘুরে দেখা গেল, সিনথেটিক ও সুতি দুই ধরনের কাপড় দিয়েই তৈরি হচ্ছে কমফোর্টার। ভেতরে ব্যবহার করা হচ্ছে ফাইবার। হালকা বা গাঢ়, কাপড়ে দুই ধরনের রংই থাকছে। দেশি ফ্যাশন হাউসগুলোয় এবার কমফোর্টারের আলাদা আয়োজন দেখা গেল। আড়ং এনেছে যশোর স্টিচের নকশিকাঁথার কমফোর্টার। সিল্ক-সুতির সংমিশ্রণের কমফোর্টারও এখানে মিলবে। দামটা অবশ্য কিছুটা বেশি।

বিক্রেতারা অবশ্য জানালেন, সাধারণত দেশের বাইরে উপহার দেওয়ার জন্য ক্রেতারা এ ধরনের কমফোর্টার কিনে থাকেন। ফ্যাশন হাউস যাত্রা এবারই প্রথমবারের মতো কমফোর্টারের সংগ্রহ এনেছে। তাঁরা জানাল, তাদের প্রতিটি কমফোর্টারের নকশা একটি করে তৈরি হয়েছে। খাদি, মার্কিন থান, সুতি, সিল্কে তৈরি হয়েছে তাদের কমফোর্টার। আছে ব্লক, নকশিকাঁথা আর প্যাচওয়ার্কের নকশা। প্রতিটি কাজ হাতে করা হয় বলে দামটা একটু বেশিই পড়ে।

কমফোর্টারের যত্নআত্তি

কমফোর্টার নিয়মিত পরিষ্কারের প্রয়োজন নেই। ব্যবহারের সময় মাঝেমধ্যে রোদে দিতে পারেন। ব্যবহারের শেষে ড্রাই ওয়াশ করে রাখতে হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved © 2023 EU BANGLA NEWS